দিনাজপুর প্রতিনিধি : বোচাগঞ্জের কৃষকরা সময়মত পর্যাপ্ত ইউরিয়া সার না পাওয়ায় প্রতিদিনই ধর্না দিচ্ছেন কৃষি অফিস সহ বিভিন্ন সার ডিলার দোকানে। রবিশষ্য গম, ভূট্রা, আলূ, সরিষা সহ বিভিন্ন শাক সবজি ফলনের জন্য ঠিক যখন ইউরিয়া সারের প্রয়োজন সে সময়ে সার না পাওয়ায় ক্ষেতের ফসল নিয়ে চরম দুঃশ্চিন্তার মধ্যে পড়েছেন। উপজেলার প্রামিত্মক চাষীদের দলবদ্ধভাবে ইউরিয়া সার নিতে উপজেলা কৃষি অফিস সহ বিভিন্ন সার ডিলার দোকানে ঘন্টার পর ঘন্টা অপেক্ষমান থাকতে দেখা গেছে। কৃষকদের মতে সারের সংকট সৃষ্টি হয়েছে বলে ধারনা করা হলেও বোচাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম জানান, সারের কোন সংকট নেই। কারন হিসেবে তিনি উল্লেখ করেন, গত ২৬ ডিসেম্বর পর্যমত্ম বোচাগঞ্জে ১০ জন ডিলারের কাছে ৯৮ মেঃটন ইউরিয়া সার মজুদ রয়েছে। প্রকৃত কৃষকদের চাহিদা অনুযায়ী ইউরিয়া সার দেওয়া হচ্ছে। তিনি জানান, রবিশস্যের জন্য, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারী ৪ মাসে দফায় দফায় সার দেওয়া হবে। বোচাগঞ্জে চলতি রবিশস্য মৌসুমে গম ৪ হাজার ৩শত ৬৫ হেক্টর, ভুট্রা ২হাজার ৫শত ৯৫ হেক্টর, আলূ ২ হাজার ৫০ হেক্টর, শীতের সবজি ৪শত ৫০ হেক্টর, অন্যান্য ৩শত ৫০ হেক্টর ও ইরিবোরো ধানের বীজতলার জন্য ৫শত ২০ হেক্টর জমিতে আবাদ হয়েছে। ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১২ জন উপ-সহকারী কৃষি সম্প্রসারন কর্মকর্তারা মাঠ পর্যায়ে প্রকৃত কৃষক জরিপ করে চাহিদা অনুযায়ী তাদের মাঝে ইউরিয়া সার বরাদ্ধ দিচ্ছেন। কিন্তুু কিছু কৃষকরা সার সংকট হবে মনে করে আগাম ইরিবোরোর জন্য সার ক্রয় করে মজুদ করায় বাজারে সারের সংকট দেখা দিচ্ছে কৃষকরা ধারনা করছেন।