শনিবার ২৫ মার্চ ২০২৩ ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বোচাগঞ্জে সোসাইটি ফর উদ্যোগের আয়োজনে চিত্রাংকন প্রতিযোগিতা

মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : সোসাইটি ফর উদ্যোগের আয়োজনে এবং ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক), সাভার, ঢাকা এর সহযোগিতায় আজ ৭এপ্রিল মঙ্গলবার দুপুর ১২ টায় বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউট ডোরে এরসা প্রকল্পের মাধ্যমে ৩নং মুর্শিদহাট ইউনিয়নের প্রকল্পে নির্বাচিত ৭টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহনে চিত্রাংকন প্রতিযোগিতার করা হয়৷ উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ অফিসার সরল চন্দ্র রায়ের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চিত্রাংকন প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান জননেতা ফরহাদ হাসান চৌধুরী ইগলু৷ সভায় বিশেষ অতিথি ছিলেন সোসাইটি ফর উদ্যোগ-এর নির্বাহী পরিচালক উম্মে নেহার ও বোচাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বেগম শামসুন নাহার৷ এসময় উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্যকমপ্লেক্সের চিকিত্সক, সোসাইটি ফর উদ্যোগ-এর এরিয়া কো-এডিনেটর নেজারত হোসেন. হিসাব রক্ষক আঃ ওহাব, একাউন্ট অফিসার আঃ মতিন, স্বাস্থ্যকর্মী, ইউনিয়ন প্রতিনিধিসহ সুধীজন উপস্থিত ছিলেন৷