
মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ আজ ২৩ জুলাই শনিবার বিকাল সাড়ে ৩টায় বে-সরকারী এনজিও পল্লীশ্রীর আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশ ঢাকা-এর সহযোগিতায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৩নং-মুর্শিদহাট ইউনিয়নের নারীর প্রতি সহিংসতা মুক্ত রতনদা মডেল গ্রাম উদ্দ্যোগ এর অফিস কার্যালয়ের সামনে “যৌন ও প্রজনন স্বাস্থ্যে এবং অধিকার” বিষয়ক এক হেল্থ কাউন্সিলিং সভা করা হয়। এ্যাকশন কমিটির সদস্য মোছাঃ কুলসুম বেগমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে মুল সহায়কের ভুমিকায় ছিলেন বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ অফিসার ডাঃ সরল চন্দ্র রায়। এসময় বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ শামসুল আলম, পল্লীশ্রী বোচাগঞ্জের ফিল্ড ট্রেইনার শাহানাজ পারভীন, এ্যাকশন কমিটির সদস্য শিল্পী রানী দাস, ভলান্টিয়ার শারমীন আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় ডাঃ সরল চন্দ্র রায় যৌন ও প্রজনন স্বাস্থ্যে এবং নারীর অধিকারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।