
মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : ২০ দলীয় জোটের টানা অবরোধ ও চলমান ৭২ ঘন্টা হরতাল কর্মসূচীর শেষ দিন আজ মঙ্গলবারও বোচাগঞ্জে হরতাল পালিত হয়েছে। হরতালের সমর্থনে সেতাবগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নওশাদ আলী নুরুজ্জামান সোনা, কাজী শোহরাব, যুবনেতা মোঃ আসাদুল হক চৌধুরী, মোঃ জামাল উদ্দীন, আবুল কালাম আজাদ (বিডিআর) মোঃ মুক্তার আলী, মোঃ ইমন ইসলাম সুমন সহ ২০ দলীয় জোটের নেতাকর্মীদের সেতাবগঞ্জ বাজারের সওদাগড় পট্রির দলীয় কার্যালয় এলাকায় পিকেটিং ও সকাল ১১টার দিকে মিছিল করতে দেখা গেছে। হরতালে বোচাগঞ্জের অধিকাংশ দোকানপাট বন্ধ থাকলেও ছোট বড় অনেক যানবাহন চলাচল করতে দেখা গেছে। সরকারী অফিস আদালত খোলা থাকলেও জনসমাগম ছিল কম। অপর দিকে আইন শৃংখলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মত। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন ধরনের অপ্রতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।