
দিনাজপর প্রতিনিধি : বোচাগঞ্জে ৪৭ কেজি ওজনের একটি কষ্টি পাথর উদ্ধার করেছে বিজিবির সদস্যরা। বুধবার বিকেলে বোচাগঞ্জ উপজেলার হাজিপুর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা হতে এটি উদ্ধার করা হয়।
দিনাজপুর বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক কর্ণেল খালিদ হাসান জানান, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বোচাগঞ্জ উপজেলার হাজিপুর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় কষ্টি পাথর বিক্রির সময় বিজিবির দল অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারারীরা কষ্টি পাথরটি ফেলে রেখে পালিয়ে যায়। পরে বিজিবির সদস্যরা এটি উদ্ধার করে বোচাগঞ্জ থানায় জমা দেয়। উদ্ধারকৃত কষ্টিপাথরের মূল্য প্রায় ৪৮ লাখ টাকা বলে জানায় বিজিবি।