
মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : ৮মার্চ আর্ন্তজাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আজ ৬ মার্চ শুত্রবার সকালে বোচাগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্দ্যেগে মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। কর্মসূচী উদযাপন উপলক্ষে সকাল ১০ টায় বে-সরকারী এনজিও পলীশ্রী সহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের অংশ গ্রহনে উপজেলার প্রধান ফটকের সামনের পাকা সড়কে মানব বন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রউফ মন্ডল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার মুক্তি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হালিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জুলেখা খাতুন, জাতীয় মহিলা সংস্থা বোচাগঞ্জ উপজেলা শাখার চেয়ারম্যান মোছাঃ হনুফা বেগম প্রমুখ। এসময় বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের (ভারপ্রাপ্ত) সভাপতি মীর মোঃ মোশারফ হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ শামসুল আলম উপস্থিত ছিলেন। সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রউফ মন্ডল বলেন, নারীর ক্ষমতায়ন ছাড়া মানবতার উন্নয়ন সম্ভব নয়। বর্তমান সরকার নারীর ক্ষমতায়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে।