দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রৌফ মন্ডল এর দ্রুত হস্তক্ষেপের কারনে উপজেলার ১নং নাফানগর ইউনিয়নের জাবারীপুর বালিয়াপুকুর সংলগ্ন প্রায় ২ একর ২৫শতক খাস জমি দখল করার মাত্র কয়েক দিনের মাথায় দখলকারীরা প্রশাসনের আহবানে স্বেচ্ছায় সরকারী খাস জমি থেকে উচ্ছেদ হয়েছেন। জানা গেছে, উপজেলার জাবারীপুর গ্রামের বালিয়া পুকুর সংলগ্ন জাবারীপুর মৌজার জে,এল নং- ২৪ ও ১নং খাস খতিয়ান ভুক্ত ৫০০ দাগের ২একর এবং ৫০১ দাগের ০.২৫ একর সর্বমোট ২.২৫ একর খাস জমি সম্প্রতি ওই এলাকার কিছু সংখ্যক ব্যক্তি নিজেদের ভুমিহীন দাবী করে দখল করে এবং সেখানে তারা নিজের খেয়াল খুসি মত বেড়ার ঘর দিয়ে বাড়ী নির্মান করেন। এমনিভাবে ওই খাস জমিতে প্রায় ২৫টি পরিবার অবৈধভাবে দখল করে বাড়ী ঘর তৈরী করেন।
এদিকে খাস জায়গা দখলকে কেন্দ্র করে গত ৩০ অক্টোবর জাবারীপুর গ্রামের এন্তা, সাবুল ও আলাউদ্দীন গং একই গ্রামের ভূমিহীন আনোয়ার হোসেন মংগলুকে বেদম মারপিট করে। গুরুত্বর আহত অবস্থায় আনোয়ার ওরফে মংগলূকে বোচাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতংক বিরাজ করলে অবশেষে বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রৌফ মন্ডল দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ গ্রহন করেন। তিনি গত ২ নভেম্বর রবিবার উপজেলা ভুমি অফিসের সার্ভেয়ার মোঃ ফিরোজ মাহমুদ, ১নং নাফানগর ইউপি চেয়ারম্যান মোঃ লাইছুর রহমান, ইউনিয়ন তহশিলদার মোঃ জয়নাল আবেদীন সহ ভুমি অফিসের মাধ্যমে দখলকৃত সরকারী খাস জমি উদ্ধার করেন। এসময় দখলকৃতরা স্বেচ্ছায় তাদের তৈরীকৃত বেড়ার ঘরবাড়ী সরিয়ে নেন এবং ভবিষ্যতে উক্ত খাস জমি বন্দোবস্ত দেয়া হলে তাদের মাঝ থেকে ভুমিহীনদের জমি লীজ দেয়ার আহবান জানান। উপজেলা নির্বাহী অফিসারের তাৎক্ষনিক এই সিদ্ধান্তে সরকারী খাস জমি উদ্ধার করায় খাস জমি দখল নিয়ে এলাবাসীর মধ্যে যে দ্বন্দ্ব ছিল তা নিরসন হয়েছে।