বুধবার ২৯ নভেম্বর ২০২৩ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বোচাগঞ্জ উপজেলায় বর্ধিত বিদ্যুৎ সংযোগ লাইন না হওয়ার কারনে শতাধিক গ্রাম অন্ধকারে

মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: বোচাগঞ্জ উপজেলায় দীর্ঘ দিন ধরে বর্ধিত বিদ্যুৎ সংযোগ লাইন না হওয়ার কারনে উপজেলার প্রায় ১৭৫টি গ্রামের মধ্যে চাপাই, চন্ডিবিষ্ণনপুর, মালেয়া, বাসুদেবপুর, চেংগন, কাসেম পানুয়াপাড়া, জালালী, অদুরগাও সহ প্রায় শতাধিক গ্রাম অন্ধকারে রয়েগেছে। সেতাবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ অফিস সুত্রে জানা গেছে, বর্তমানে এ উপজেলার প্রায় সাড়ে ৭ হাজার গ্রাহক পিডিবির বিদ্যুৎ সুবিধার আওতায় রয়েছে। প্রচুর চাহিদা থাকা সত্ত্বেও বর্ধিত বিদ্যুৎ সংযোগ লাইন না হওয়ার কারনে গ্রাহকরা এ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। পল্লী বিদ্যুৎ বোচাগঞ্জ অফিস সুত্রে জানাগেছে এ উপজেলায় পল্লী বিদ্যুতের সেবা পাচ্ছে প্রায় সাড়ে ৬ হাজার গ্রাহক। এছাড়াও নতুন সংয়োগের অপেক্ষায় রয়েছে বেশ কিছু গ্রাম। এদিকে দিনাজপুর-২ (বিরল বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্টায় গত সাড়ে ৫ বছরে আনুমানিক ২৫-৩০ টি গ্রামকে নতুন করে বিদ্যুতের আওতায় আনা হলেও বেশীর ভাগ গ্রাম রয়েগেছে অন্ধকারে। এসব গ্রামে বিদ্যুৎ না থাকায় সরকারের ডিজিটাল সুযোগ সুবিধা যেমন, কলকারখানা স্থাপন না হওয়া, টেলিভিশননের যাবতীয় অনুষ্ঠান, অন লাইন সেবা, মোবাইল ফোন চার্জ, কম্পিউটার ব্যবহার, লেখা পড়ায় বিঘ্ন সহ বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে গ্রাম বাসীরা। ২০২১ সালের মধ্যে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেয়ার সরকারের যে পরিকল্পনা তা বাস্তবায়নে বোচাগঞ্জ উপজেলার অন্ধকারাচ্ছন্ন এসব গ্রামগুলোতে দ্রুত সময়ের মধ্যে বর্ধিত বিদ্যুৎ সংযোগ লাইন স্থাপন করার জন্য সংশি­ষ্ট বিদ্যুৎ মন্ত্রনালয়ের মন্ত্রী মহোদয়ের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্ত ভুগী গ্রামবাসীরা।

 

Spread the love