শনিবার ১০ জুন ২০২৩ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বোচাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ইফতার সম্পন্ন

দিনাজপুর প্রতিনিধি : গত রবিবার বোচাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আয়োজনে মরহুম আব্দুর রৌফ চৌধুরী অডিটোরিয়ামে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এ ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী। এছাড়াও বোচাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলু, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আব্দুস সবুর, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রউফ মন্ডল, বিশিষ্ট সমাজ সেবী মোঃ আব্দুল মোমিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আফসার আলী, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, প্রেস সম্পাদক মোঃ আমজাদ আলী, উপ-দপ্তর সম্পাদক কাজী তাজউল সামস্ প্রিন্স, স্থানীয় সাংবাদকসহ এলাকার সর্বস্তরের সুধীজন উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি খালিদ মাহমুদ চৌধুরী ইফতার মাহফিলে আগত মুসলি­দের খোজ খবর নেন।