দিনাজপুর প্রতিনিধি : আগামী ২৩ মার্চ বোচাগঞ্জ উপজেলা নির্বাচন উপলক্ষে গতকাল ১৯ মার্চ বুধবার উপজেলা নির্বাচন অফিস কর্তৃক দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। বোচাগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) হোসেন আলী জানান, উপজেলার ৩৭টি কেন্দ্রের জন্য ৩৮ জন প্রিজাইডিং অফিসার, ৩১৬ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৬৩২ জন পোলিং অফিসারকে নির্বাচন আচরন বিধিমালা সম্পর্কে প্রশিক্ষন প্রদান করা হয়। জেলার বিভিন্ন উপজেলার দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তাগন প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।