দিনাজপুর প্রতিনিধি : আগামী ২৩ মার্চ বোচাগঞ্জ উপজেলা নির্বাচন উপলক্ষে গতকাল ১৯ মার্চ বুধবার উপজেলা নির্বাচন অফিস কর্তৃক দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। বোচাগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) হোসেন আলী জানান, উপজেলার ৩৭টি কেন্দ্রের জন্য ৩৮ জন প্রিজাইডিং অফিসার, ৩১৬ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৬৩২ জন পোলিং অফিসারকে নির্বাচন আচরন বিধিমালা সম্পর্কে প্রশিক্ষন প্রদান করা হয়। জেলার বিভিন্ন উপজেলার দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তাগন প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।
বোচাগঞ্জ উপজেলা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষন
Please follow and like us: