দিনাজপুর প্রতিনিধিঃ আগামী ২৩ মার্চ ৪র্থ পর্যায়ে উপজেলা নির্বাচনে বোচাগঞ্জ উপজেলায় ১৯ দলীয় জোটের পক্ষ থেকে চেয়ারম্যান পদে বোচাগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ ফয়জুল আলম বাবলু চৌধুরী, ভাইস চেয়ারম্যান পদে বোচাগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আমিনুল হক ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বোচাগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের আহবায়ক মোছাঃ নাজমুন নাহার মুক্তিকে একক প্রার্থী হিসেবে ঘোষানা করা হয়। গত ১৯ ফেব্রুয়ারী বোচাগঞ্জ উপজেলা ১৯ দলীয় ঐক্যজোটের এক সভায় সর্বসম্মতিক্রমে উপরোক্ত ৩ জন প্রার্থীর নাম ঘোষনা করেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ হাবিবুর রহমান দুলাল ও সাধারন সম্পাদক প্রভাষক মঞ্জুরুল ইসলাম। ১৯ দলীয় জোটের পক্ষ থেকে উক্ত ৩ জনের নাম ঘোষনা করায় জাতীয়তাবাদী দল সহ ১৯ দলীয় ঐক্যজোটের মাঝে প্রানচঞ্চল্যতা ফিরে এসেছে। ১৯ দলীয় জোটের নেতাকর্মীবৃন্দ অধির আগ্রহে আছেন আগামী ২৩ মার্চের নির্বাচনে তাদের মনোনীত প্রার্থীদেরকে বিজয়ী করার জন্য।