
বোচাগঞ্জ উপজেলার সাব রেজিষ্ট্রি অফিসে কর্মরত দলিল লেখকদের সংগঠন বোচাগঞ্জ দলিল লেখক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সোমবার অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রিজাইডিং অফিসার ও সাব রেজিষ্ট্রার মোঃ তাজিবার রহমান জানান, সমিতির ৭টি কার্যনির্বাহী পদে কোন প্রতিদ্বন্দ্বিতা না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে সাবেক সভাপতি মিজানুর রমহান ও কোষাধ্যক্ষ পদে শ্রী জলধর বাবু নির্বাচত হন। সাধারন সম্পাদক পদে ৩ জন ও সদস্য পদে ৬ জন প্রার্থীর মধ্যে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। সমিতির ৫০ জন ভোটারের গোপন ব্যালেটের মাধ্যমে সাধারন সম্পাদক পদে শ্রী হরি চরন রায় সর্বোচ্চ ২৪ ভোট পেয়ে নির্বাচিত হন। এছাড়াও সাধারন সদস্য পদে ভমল চন্দ্র রায় ৪৭ ভোট পেয়ে ১ম, আব্দুল বাকী ৪০ ভোট পেয়ে ২য়, বিজয় কুমার সিংহ ৩৫ ভোট পেয়ে ৩য় ও সুজেন চন্দ্র রায় ২২ ভোট পেয়ে ৪র্থ হন।