শুক্রবার ১ ডিসেম্বর ২০২৩ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুর ৩৪ হাজার ৭৫৫ জনকে প্রতিবন্ধী হিসেবে প্রাথমিক তালিকা প্রণয়

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর সমাজসেবা অধিদফতর জেলায় অনুসন্ধান চালিয়ে ৩৭ হাজার ৬৩ জন পুরুষ-মহিলা ও শিশুকে প্রতিবন্ধী হিসেবে প্রাথমিক তালিকা প্রণয়ন করেছে। এর মধ্যে ৩৪ হাজার ৭৫৫ জনকে ডাক্তারি পরীক্ষায় প্রতিবন্ধী হিসেবে শনাক্ত করা হয় এবং ৩ হাজার ৩৩১ জনকে প্রতিবন্ধী তালিকা থেকে বাদ দেয়া হয়েছে।
দিনাজপুর জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক স্টেফেন মুর্মু জানান, গত জুলাই থেকে ৩১ অক্টোবর পর্যন্ত জেলার ১৩টি উপজেলা, ৮টি পৌরসভা এবং ১০২টি ইউনিয়নে সমাজসেবা অধিদফতরের মাঠকর্মীরা প্রকৃত প্রতিবন্ধীদের তালিকা প্রণয়নের অনুসন্ধান চালায়। অনুসন্ধানে প্রাথমিকভাবে ৩৭ হাজার ৬৩ জন পুরুষ-মহিলা ও শিশুকে প্রতিবন্ধী হিসেবে শনাক্ত করা হয়। শনাক্তকৃত প্রতিবন্ধীদের সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য পরীক্ষা করে ৩ হাজার ৩৩১ জনকে তালিকা থেকে বাদ দেয়া হয়েছে এবং ৩৪ হাজার ৭৫৫ জনকে প্রতিবন্ধী তালিকা চূড়ান্ত করা হয়। চূড়ান্ত তালিকায় প্রতিবন্ধীদের সরকারি ভাতা প্রদানের সিদ্ধান্ত নেয়ার জন্য সমাজসেবা মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে।
সূত্রটি জানায়, চলতি অর্থবছর জেলায় তালিকাভুক্ত ৮ হাজার ৬৫৯ জন প্রতিবন্ধীকে ৫০০ টাকা মাসিক ভাতা প্রদান করার কাজ শুরু হয়েছে। গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৩ মাসের ভাতা তালিকাভুক্ত প্রত্যেক প্রতিবন্ধীকে প্রদান করা হয়েছে। আগামী ডিসেম্বর মাসে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ৩ মাসের ভাতা প্রদান করা হবে। চলতি অর্থবছরে জেলায় তালিকাভুক্ত প্রতিবন্ধীদের ৫ কোটি ১৯ লক্ষ ৫৪ হাজার টাকা ভাতা প্রদানের জন্য বরাদ্দ পাওয়া গেছে। গত বছর জেলায় প্রতিবন্ধীদের ৪ কোটি ৬৭ লক্ষ ৫৮ হাজার ৬০০ টাকা ভাতা প্রদান করা হয়েছে। গত অর্থবছরের তুলনায় চলতি বছর ৫১ লক্ষ ৯৫ হাজার ৪০০ টাকা ভাতা প্রদান বেশি করা হবে।

Spread the love