
আজ শুক্রবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বোচাগঞ্জ উপজেলা বিএনপি ও সেতাবগঞ্জ পৌর বিএনপি বিকালে সেতাবগঞ্জ পৌর শহরের বর্ণাঢ্য র্যালী বের করে। স্কুলরোডস্থ পৌর বিএনপির কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে চৌরাস্তা মোড়ে এক সমাবেশের আয়োজন করে। উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান দুলালের সভাপতিত্বে ওই প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক প্রভাষক মঞ্জুরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সাবেক ভিসিফিকুল আলম, সেতাবগঞ্জ পৌর বিএনপির সভাপতি জাকিউর রহমান, সাধারন সম্পাদক নওশাদ আলী, যুগ্ম সম্পাদক এম, ওয়ালী ফ্লাড, বিএনপি নেতা মো. আসলাম, আব্দুর রব, বজলুর রশিদ বজু সহ বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।