
পঞ্চগড়ের বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়ন পরিষদের ২৭ লাখ ১৫ হাজার ৭২৫ টাকার উম্মুক্ত বাজেট ঘোষণা করে ইউনিয়ন পরিষদের সচিব মো. আনোয়ার হোসেন। গতকাল বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদ হলরুমে উম্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফিউল্লাহ সুফি। ইউ’পি চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ আবুর সভাপতিত্বে উম্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. এনামুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইএসডিও’র কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার মো. মতিউর রহমান, সুচনা সংস্থার ফোকাল পারর্সন সুলতান মাহমুদ, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, ইউ’পি সদস্য মো. আছির উদ্দীন প্রমুখ। ময়দানদিঘী ইউনিয়ন পরিষদের আয়োজনে ইএসডিও ও ওয়াটার এইড এই উম্মুক্ত বাজেট ঘোষণায় সহযোগিতা করেন। উম্মক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে ইউনিয়নের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন এবং তাদের মতামত ব্যক্ত করেন।