বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বোদায় অপহরণ ও ধর্ষণ মামলায় আটক ১

পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া এলাকা থেকে অপহরণ ও ধর্ষণ মামলার মুল আসামী মিঠু রহমান(২০) কে আটক করে জেল-হাজতে প্রেরণ করেছে বোদা থানার পুলিশ।
পুলিশ ও মামলার সুত্রে জানা যায়, উপজেলার নগর সাকোয়া গ্রামের মছিরউদ্দীন এর কন্যাকে সাকোয়া কার্জিপাড়া গ্রামের আমিনুল ইসলাম এর পুত্র মিঠু রহমান গত ১৪ এপ্রিল ১লা বৈশাখের দিন বাড়ি থেকে জোর পুর্বক অপহরণ করে বিয়ের প্রলোভন দিয়ে ঠাকুরগাঁয়ের এক পরিচিত আত্মীয়র বাড়ির নিয়ে যায়। এখানে তার ইচ্ছার বিরুদ্ধে মেয়েটিকে ধর্ষন করে বাসযোগে বাড়িতে পৌঁছে দেয়। মেয়েটি বাড়িতে এসে ঘটনাটি তার বাবা সহ পরিবারের লোকজনকে জানান।  গত ১৫ এপ্রিল মঙ্গলবার মেয়েটির পিতা মছির উদ্দীন বাদী হেয়ে অভিযুক্ত ধষর্ক মিঠু রহমান ও তার ২ সহযোগীকে আসামী করে বোদা থানায় একটি অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করে। ধর্ষককে পুলিশ আটক করে জেল হাজতে পাঠিয়েছে বলে বোদা থানার অফিসার ইনচার্জ মজনুর রহমান জানান।