মোঃ নুরেহাবিব সোহল,বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ
আগামী ১৯ ফেব্রুয়ারি ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন ও ভোট কেন্দ্রে ভোটারদের নির্বিঘ্নে উপস্থিতি সমুন্নত রাখতে উপজেলা পরিষদ গনমিলনায়তনে আইন শৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দীন । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদ,উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্ধীগণ,বোদা থানার অফিসার ইনচার্জ মজনুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা,পাথরাজ কলেজের উপাধাক্ষ্য আমিনুল ইসলাম,বোদা পাইলট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল, বোদা প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম. বোদা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোফাজ্জল হোসেন বিপুল,সাংবাদিক নুরেহাবিব সোহেল, ১০ টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ, রাজনৈতিক ব্যাক্তিবর্গ,সাংবাদিক সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।