বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য রুখো, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন করার দাবীতে পঞ্চগড়ের বোদায় বিশ্ব মানবিক মর্যাদা দিবস ও আর্ন্তজাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বোদা বাসস্ট্যান্ড কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গতকাল শুক্রবার মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নাগরিক উদ্যোগ এর সহযোগিতায় বাংলাদেশ দলিল ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন এই মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে। দলিল ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন এর সংগঠক মিন্টু রবি দাসের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সুচনা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ সফিকুল আলম দোলন, পল্লী সাহিত্য সংস্থার নির্বাহী পরিচালক মোঃ হারুন-অর-রশিদ, এসভিডির পরিচালক মোঃ মিজানুর রহমান ও সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ লিহাজ উদ্দীন মানিক প্রমুখ। সকাল ১১ টা থেকে ১২টা ১ ঘন্টার মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।