শনিবার ২৫ মার্চ ২০২৩ ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বোদায় ইউএনও’র হস্তক্ষেপে নতুন জীবন ফিরে পেল তানিয়া

মোঃ নুরেহাবিব সোহেল,বোদা(পঞ্চগড়) প্রতিনিধি: বোদায় উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে বন্ধ হলো তানিয়ার (১৩) ব্যাল্য বিবাহ। ফিরে পেল নতুন জীবন।

এলাকাবাসী সুত্রে জানা যায় উপজেলার চন্দনবাড়ী ইউনয়নে সাহাপাড়া গ্রামে তরিকুল ইসলামের কন্যা সাকোয়া স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণীর ছাত্রী  তানিয়ার বিয়ে গতকাল রাতে সম্পন্ন হওয়ার প্রস্ত্ততি চলছিল। খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার মামুনুর রশিদের নেতৃত্বে ভ্রাম্যমান আদলত পরিচালনা করে ব্যাল্য বিবাহ বন্ধ  করে। এসময়  তানিয়ার পরিবারের লোকজনদের  ব্যাল্য বিবাহের কুফল সম্পর্কে  বুঝিয়ে প্রাপ্ত বয়স্ক হবার আগে বিয়ে না দিতে সবাইকে আহবান জানান। তানিয়া বলে আমাকে জোর করে আমার অভিভাবকরা বিয়ে দেয়ার চেষ্টা করে। আমি লেখা,পড়া করে জীবন গড়তে চাই, আমি বাধা দিলে  এতে তারা কোন প্রকার কর্ণপাত করেননি। মাতা কহিনুর বেগমকে ৫০০ টাকা জরিমানা করে। পঞ্চগড়ে গ্রামাঞ্চলে বাল্য বিবাহ একটি সামাজিক ব্যাধি এটি প্রতিরোধ করতে গণ সচেতনতা সৃষ্টি করার পাশপাশি এভাবেই প্রশাসন এগিয়ে আসতে হবে বলে অভিমত দেন এলাকার সুশীল সমাজ।