
মোঃ লিহাজ উদ্দীন মানিক, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা উপজেলার পাচঁপীর ইউনিয়নে ইউপি ও ভিডিসির সদস্যদের বার্ষিক পারস্পরিক সমন্বয় সভা গতকাল বুধবার ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। পাঁচপীর ইউনিয়ন পরিষদের আয়োজনে ইএসডিও’র এসএলইডবিস্নউপি প্রকল্প ও ওয়াটার এইড বাংলাদেশ এর সহযোগিতা ইউনিয়ন পরিষদ হলরম্নমে ইউ’পি চেয়ারম্যান মোঃ কাদেরম্নল ইসলাম কাবুলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইএসডিও’র ডকুমেন্ট কর্মকর্তা মোঃ হারেজ আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউ’পি সচিব নুরুজ্জামান, ইএসডিও ইউনিয়ন ফেসিলিলেট মোঃ ওয়াজির হাসান, সহকারী শিক্ষক দীপক কুমার দে, ইউপি সদস্য হেমন্ত সেন, তরিকুল ইসলাম, ইউ’পি সদস্যা বিজলী রানী প্রমুখ। এ সময় অত্র ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ইউ’পি সদস্য ও ভিডিসির সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।