মঙ্গলবার ৩০ মে ২০২৩ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বোদায় ইউ’পি চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধানের ইন্তেকাল

মোঃ লিহাজ উদ্দীন মানিক, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা উপজেলার বোদা সদর ইউনিয়নের নর্বনির্বাচিত ইউ’পি চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান গত বৃহস্পতিবার বিকেলে নিজ বাড়ীতে দুরাগ্যব্যধি ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)। মুত্যকালে তার বযস হয়েছিল ৬৫ বছর। তিনি ২ ছেলে ৪ মেয়ে, স্ত্রী সহ অসংখ গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল শুক্রবার সকালে তার নামাজের যানাজা শেষে পাহাড়ডাঙ্গা পারিবারিক করবস্থানে দাফন করা হয়। তার মুত্যু পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ নুরুল ইসলাম সুজন, ঠাকুরগাও পৌর মেয়র মির্জা ফয়সাল আমিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, সাধারণ সম্পাদক ফারুক আলম টবি, জাসদ কেন্দ্রীয় নেতা এমরান আল আমিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান, আওয়ামীলীগ নেতা মশিউর রহমান মানিক সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা গভীর শোক প্রকাশ করেছেন।