
বোদায় ইএসডিও’র উদ্যোগে ওয়াটার এইড বাংলাদেশের আর্থিক ও কারিগরি সহযোগিতায় স্ট্রেংদেনিং এলজিআই টু ইরাডিকেট ওয়াশ প্রোভাটি (এসএলইডব্লিউপি) প্রকল্পের কার্যক্রম এলাকা পরিদর্শন উপজেলা নির্বাহী অফিসার মো. মামুনুর রশিদ। রবিবার উপজেলার ১নং ঝলশালশিরি ইউনিয়নের নতুনহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের টলয়েট নিমার্ণ সহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী শাকিউল ইসলাম, ঝলইশালশিরি ইউ’পি চেয়ারম্যান মো. আবুল হোসেন, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মো. লিহাজ উদ্দীন মানিক, ইএসডিও’র এসএলইডব্লিউপি প্রকল্পের কমিউনিট ডেভেলপমেন্ট অফিসার মো. মতিউর রহমান উপস্থিত ছিলেন।