বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বোদায় একতা নাট্যগোষ্ঠির ‘‘একটি পয়সা’’ নাটক মঞ্চায়ন

মোঃ নুরেহাবিব সোহেল,বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ

‘‘নাটক হউক সমাজ পরিবর্তনের হাতিয়ার’’ এই শ্লোগানকে সামনে রেখে বোদায় একতা নাট্যগোষ্ঠির ১৮তম প্রযোজনা ‘‘একটি পয়সা’’ নাটক মঞ্চায়ন হয়েছে। সোমবার রাতে  আরিফ হোসেন সোহাগের নির্দেশনায় ও অপার বাংলার প্রখ্যাত নাট্যকার শ্রী ভৈবর নাথ গঙ্গপাধ্যায়ের রচনায় বোদা ধানহাটি উন্মুক্ত মঞ্চে স্থানীয় অভিনয় শিল্পি আনারুল,আনিস, আলমাস আলী,অলক,উৎপলদে,নুরইসলাম,তরিকুল,বাদশা,হালিম,জাহানারা,হালিমা,প্রতিমা ও জাহিদদের  সুচারু অভিনয় শৈলী দর্শকদের মন কেড়েছে। কনকনে শীত উপেক্ষা করে বিপুল সংখ্যক দর্শক রাত জেগে ব্যতিক্রম ধর্মী সামাজিক নাটক উপভোগ করেন। এক সময় অত্র এলাকায় সাংস্কৃতির কেন্দ্রই ছিল এই উপজেলাকে ঘিরে। ডিস ক্যাবলের বদলৌতে ভারতীয় সিরিয়াল নাটকের আগ্রাসনে মানুষ যখন চার দেয়ালের মাঝে টিভির পর্দায় মনোনিবেশ করছে।  তখন বিনোদন পিপাশু বোদাবাসী কাছে নাটক নিয়ে হাজির হলো একতা নাট্যগোষ্ঠি। আগামীতে আরো ভালো  নাটক উপহার দেয়ার অঙ্গীকার ব্যক্ত করে, দর্শকদের কাছ থেকে আর্শিবাদ কামনা করে রাত ২টায় একতা নাট্যগোষ্ঠি তাদের নাটক পরিসমাপ্তি টানে।

Spread the love