
মোঃ নুরেহাবিব সোহেল,বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ বোদায় গত কয়েক দিন শৈত্য প্রবাহ অব্যহত থাকার কারনে জনজীবন বিপযস্থ হয়ে পড়েছে। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে এই জনপদ। কনেকনে ঠান্ডায় চরম দূর্ভোগে পড়েছে খেটে খাওয়া ও ছিন্নমুল মানুষ। বাড়ছে ঠান্ডাজনিত রোগ। বেড়েছে গরম কাপড়ের দাম। সেই সাথে উত্তরের কনকনে হিমেল হাওয়া ও ঘন কুয়াশার চেপে বসেছে, দিনভর সূর্য্যের মুখ দেখা যায়না। দিনের বেশির ভাগ সময় বৃষ্টির মত শিশির পড়ছে ফলে ভর দুপুরেও মনে হয় যেন ভোর। শীতে নিম্ন আয়ের মানুষ কাজের খোঁজে বাহিরে বের হতে পারছেনা। বিশেষ করে এই শীতে বৃদ্ধ ও শিশুরা যুবুথুবু হয়ে পড়েছে। শীতজনিত রোগে প্রাদুর্ভাব বেড়েছে। গত ৩ দিনে বোদা হাসপাতালে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে শতাধিক শিশু ও বয়োবৃদ্ধরা চিকিৎসা নিয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। তীব্র শততের কারণে গোবাদী পশু ও হাঁস মুরগীর খামারিরা পড়েছে বিপাকে। এদিকে অব্যাহত অবরোধের পাশাপাশি হরতালে প্রায় রাস্তা ঘাট জনশুন্য। অতি দরকারি কাজ না থাকলে মানুষ ঘর থেকে বের হচ্ছেনা। বোদার জীবনযাত্রা মঙ্গলবার বলতে গেলে ছিল অচল। এদিকে এপর্যন্ত উপজেলায় শীতার্তদের জন্য সরকাররি ভাবে ৭৮৮টি কম্বল বিতরণ করা হলেও চাহিতার তুলনাই অপ্রতুল। বিভিন্ন সামাজিক সংগঠন ও এনজিও সংস্থা সহ যেসব সংগঠন প্রতি বছর শীতবস্ত্র বিতরণ করে থাকে তারাও এবার এখনও শীতবস্ত্র বিতরণ করতে পারিনি বলে জানান । ঝলই শালশিরি সমাজ কল্যাণ ফেডারেশনের চেয়ারম্যান ফাজেদ আলী বলেন অবরোধ ও হরতালের কারণে ঢাকায় যাদের মাধ্যমে শীত বস্ত্র সংগ্রহ করেন রাজনৈতিক গোলযোগের কারণে তারাও শীতার্ত মানুষের পাশে এগিয়ে আসতে পারছেনা।