বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : বোদা বাজারে ম্যামরি কার্ডের কম্পিউটার ডাউনলোডের দোকানে মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল কাদের এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কম্পিউটারে অশ্লীল পর্নো গ্রাফি ছবি রাখার অপরাধে ওই দোকান মালিকদের জরিমানা করা হয়েছে। এ সময় মোট ৪টি দোকানকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। কম্পিউটার দোকানে অভিযান চলাকালে বোদা বাজারের ওষুধ এর দোকানগুলো বন্ধ দেখা যায়। এ সময় সব ওযুধের দোকান বন্ধ থাকায় রোগীদের অভিভাবকরা ভোগান্তীর শিকার হয়। এ সময় বোদা থানার এসআই আব্দুল কাদের সহ ১ দল পুলিশ উপস্থিত ছিলেন।