বোদায় কলেজ ছাত্রী লাবণী রানীকে হত্যার অভিযোগে রামপদ রায় সহ অজ্ঞাত নামে কয়েক জনকে আসামী করে বোদা থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। শনিবার রাতে লাবণীর পিতা রমেশ চন্দ্র মেয়েকে হত্যার অভিযোগে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। বাদীর অভিযোগ তার মেয়েকে শাসরুদ্ধ করে হত্যা করে সীমান্তবর্তী এলাকায় ফেলে রাখা হয়েছে। উল্লেখ্য গত শনিবার উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের সীমান্তবর্তী ধামেরঘাট লাহিরীপাড়ার ৩৭২ নং পিলারের কাছে চা বাগানের ড্রেনে লাবণীর লাশ ফেলে রাখা হয়। বোদা থানার পুলিশ লাশ উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। বোদা থানার অফিসার ইনর্চাজ মো. মজনুর রহমান জানান, লাবণী রানীকে হত্যার অভিয়োগে মামলা দায়ের হয়েছে। পুলিশ হত্যা মামলার আসামীদের ধরতে অভিযান অব্যাহত রেখেছেন।
বোদায় কলেজ ছাত্রীকে হত্যার অভিযোগে মামলা দায়ের
Please follow and like us: