
মোঃ লিহাজ উদ্দীন মানিক, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা উপজেলায় পাট অধিদপ্তরের আওতায় কৃষকদের মাঝে বিনামুল্যে উচ্চ ফলনশীল পাটবীজ বিতরণ করা হয়েছে৷ গতকাল মঙ্গলবার উপজেলা উপ-সহকারী পাট কর্মকর্তা মোঃ তারেক আল রাহাত এসব পাটের বীজ বিতরণ করেন৷ উচ্চ ফলনশীল জাতের পাট উত্পাদন এবং উন্নত পাট পচন প্রকল্পের আওতায় উপজেলায় মোট ১ হাজার কৃষকের মাঝে এসব বীজ বিতরণ করা হয়৷ পাট বীজ বিতরণ সময় উপজেলা কৃষি অফিসার মোঃ এনামুল হক উপস্থিত ছিলেন৷