
মোঃ লিহাজ উদ্দীন মানিক, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি ঃ বোদায় কৃষকদের মুগডাল চাষে উদ্ধুদ্ধ করতে বিনামুল্যে মুগডাল বীজ বিতরণ করেছেন আরডিআরএস বাংলাদেশ। সোমবার বোদা সদর ইউনিয়ন ফেডারেশন কার্যালয়ে স্বল্প মেয়াদী আমন-সরিষা-মুগডাল-আউশ ধান(পারিজা) শস্যবিনাসের আওতায় মুগডাল চাষের উপর এক দিনের কৃষক প্রশিক্ষণ প্রদান করে বোদা ও আটোয়ারী উপজেলার ১৫০ জন কৃষককে আড়াই কেজি করে মুগডাল বিতরণ করা হয়। এসময় আরডিআরএস বাংলাদেশ কৃষি টেকনিক্যাল অফিসার মোঃ ফিরোজ বুলবুল, আরডিআরএস বোদা প্রতিনিধি আবু তালেব, বোদা সদর ইউনিয়ন ফেডারেশন সভাপতি মোঃ তহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক নুর ইসলাম সহ ফেডারেশন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আরডিআরএস পঞ্চগড়ে একই জমিতে ৪টি ফসল যেমন আমন-সরিষা-মুগডাল ও আউশ পারিজা ধান চাষ করার জন্য কৃষকদের উদ্ধুদ্ধ করে আসছেন।