
বোদা (পঞ্চগড়)প্রতিনিধি : কৃষি বাঁচাও, কৃষক বাঁচাও, দেশ বাঁচাও ও কৃষি ফসলের লাভজনক দাম চাই এই স্লোগান নিয়ে বাংলাদেশ কৃষি সমিতির তেতুঁলিয়া থেকে কক্সবাজার পর্যন্ত কৃষক বন্ধন কর্মসুচীর অংশ হিসেবে বোদা উপজেলা কৃষক সমিতির আয়োজনে বোদা বাসষ্ট্যান্ড শহীদ মিনার চত্বরে কৃষকবন্ধন কর্মসুচী আজ শনিবার অনুষ্ঠিত হয়। কৃষকবন্ধনে উপজেলা কৃষক সমিতি সদস্য সহ স্থানীয় কৃষকরা অংশ নেয়। কৃষক বন্ধন চলাকালে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা কৃষক সমিতির আহবায়ক ও অধ্যক্ষ কমরেড সেলিম উদ্দীন, কৃষক নেতা কমরেড শামীম চৌধুরী, মহেনন্দ্রনাথ সরকার, শরিফুল ইসলাম, ছাত্র ইউনিয়ন বোদা উপজেলা সভাপতি মোঃ লিহাজ উদ্দীন মানিক প্রমুখ। বক্তারা ধান, গম, পাট, ভুট্রা সবজিসহ সকল ফসলের লাভজনক দাম, প্রকৃত কৃষকদের কাছ থেকে সরাসরি ফসল ক্রয়, সার, বীজ, কীটনাশকসহ কৃষি উপকরণের দাম কমানো, পল্লীবিদ্যুৎ, ভুমি অফিসের অনিয়ন, হয়রানী, দুনীতি বন্ধ, বিএডিসিকে সচল করাসহ, পল্লী রেশন ও শস্য বীমা চালুর দাবী জানান।