বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বোদায় জমিয়াতুল উলামার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত

বোদা (পঞ্চগড়)প্রতিনিধি : বোদা উপজেলার সাকোয়া নুরে মদিনা খানকা শরীফ ইকরা নুরানী মাদরাসা মাঠে আজ বুধবার বিকেলে জমিয়াতুল উলামার উদ্যোগে আলোচনা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সাকোয়া ইউপি চেয়ারম্যান সায়েদ জাহাঙ্গীর হাসান সবুজের সভাপতিত্বে আলোচনা ও কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলার ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাঁও ময়দানের ঈমাম আল্লামা ফরিদউদ্দীন মাসউদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জমিয়াতুল উলামার রংপুর বিভাগীয় নেতা মাওলানা হুসেন আহম্মেদ। জমিয়াতুল উলামা পঞ্চগড় জেলা কমিটির সভাপতি মাওলানা অহিদুল ইসলাম অহিদ। এ সময় বোদা থানার অফিসার ইনচার্জ মোঃ মজনুর রহমানসহ বিভিন্ন ওলামা মাশায়েক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Spread the love