
মোঃ লিহাজ উদ্দীন মানিক, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : “সকলের জন্য স্যানিটেশন, নিশ্চিত হোক উন্নত জীবন” এই প্রতিপাদ্য নিয়ে বোদা উপজেলার চন্দনবাড়ি ও মাড়েয়া ইউনিয়নে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর উপলক্ষে র্যালী ও আলোচনা সভা, উপকরণ বিতরণী অনুষ্ঠান গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। ৭নং চন্দনবাড়ি ইউনিয়ন পরিষদের আয়োজনে ইএসডিও’র এসএলইডব্লিউপি প্রকল্প ও ওয়াটার এইড বাংলাদেশ এর সহযোগিতায় র্যালীটি বলরামহাট দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় থেকে বের হয়ে বিভিন্ন রাস্তা প্রদিক্ষণ করে। বলরামহাট দ্বি-মুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অক্ষয় কুমার রায় এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউ’পি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মনতাজ আলী, ইউ;িপ সদস্য ময়নুল ইসলাম, ইউনিয়ন ফেসিলিলেটর মোছাঃ লায়লাতুন নেহার প্রমুখ। শেষে প্রধান অতিথি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপকরণ বিতরণ করেন। অপর দিকে ৬ নং মাড়েয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ইএসডিও’র এসএলইডব্লিউপি প্রকল্প ও ওয়াটার এইড বাংলাদেশ এর সহযোগিতায় র্যালী, আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠান পালন করা হয়। র্যালীটি ইউনিয়ন পরিষদের বিভিন্ন রাস্তা প্রদিক্ষণ করে ইউনিয়ন পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউ’পি চেয়ারম্যান মোঃ রুহুল আমিন প্রধানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইএসডিও’র কমিউনিটি ডেভলাপমেন্ট অফিসার মানিক সরকার, সাবেক ইউ’পি সদস্য নুরুজ্জামান প্রধান বাবুল, স্থানীয় সমাজসেবক অখিল চন্দ্র, ইউ’পি সদস্য এংরাজ আলী, মানিক চন্দ্র বর্মন, ইউনিয়ন ফেসিলিলেটর মোছাঃ কবিতা বানু প্রমুখ। শেষে অতিথিরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপকরণ বিতরণ করেন।