
পঞ্চগড়ের বোদা উপজেলায় ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ আঃ সাত্তার (৪৫)-কে আটক করে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী আঃ সাত্তার বোদা উপজেলার ফুটকিবাড়ী এলাকায় দির্ঘদিন থেকে প্রশাসনে চোখ ফাকি দিয়ে প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল এস এই মোজাম্মেলের নেতৃত্বে এ.এস .আই আনোয়র, কনস্টেবল মোশারফসহ ১০/১৫ জনের একটি দল অভিযান চালিয়ে তার নিজ এলাকা হতে গাঁজা বিক্রির সময় হাতে-নাতে আটক করে।
এ বিষয়ে ডিবি ওসি মাসুদ রানা একজন মাদক ব্যবসায়ীকে আটকের বিষয় নিশ্চিত করে জানান, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। তিনি আরো জানান, আটক ব্যক্তিকে বোদা থানায় মাদক আইনের নিয়মিত ধারায় মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়।