বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বোদায় তিন দিনব্যাপী বারুণী শিব চতুর্দশী মেলা শুরু

মোঃ লিহাজ উদ্দীন মানিক, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলইশালশিরি ইউনিয়নের ধরধারহাট টাঙ্গন নদীর তীরে শিব মন্দির প্রাঙ্গনে তিন দিনব্যাপী বারুণী গঙ্গা সণান ও শিব চতুর্দশী মেলা মঙ্গলবার থেকে শুরু হয়েছে। বারুণী শিব চতুর্দশী মেলা কমিটির সাধারণ সম্পাদক ও ধরধরাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিতেন্দ্র নাথ বর্মন জানান, প্রতি বছর শিব রাত্রিতে এই বারুণী গঙ্গা স্নান ও শিব চতুর্দশী মেলা শুরু হয়। উক্ত মেলায় দুর-দুরান্ত থেকে ভক্তবৃন্দরা এসে টাঙ্গন নদীতে স্নান করে শিব মন্দিরে পুজা করে। এ উপলক্ষে মন্দির প্রাঙ্গনে মেলা বসে। মেলায় পুতুল নাচ সহ বিভিন্ন প্রকারের খেলনা ও খাবারের দোকান বসে। ইউ’পি চেয়ারম্যান মোঃ আবুল হোসেন জানান, বারুণী মেলাকে সুষ্টু ভাবে পরিচালনার জন্য থানা পুলিশ ও গ্রাম পুলিশের ব্যবস্থা রাখা হয়েছে।