
মোঃ লিহাজ উদ্দীন মানিক, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ বোদায় লিটন ইসলাম (১৬) নামে এক দাখিল পরীক্ষার্থী সড়ক দুঘর্টনায় মারা গেছে।
বৃহস্পতিবার সন্ধায় বোদা উপজেলার বোদা-নতুনহাট সড়কের শালশিরি নামক স্থানে এ ঘটনা ঘটে ।
লিটন ইসলাম মটর সাইকেল যোগে বাড়ি হতে নতুনহাট যাচ্ছিল। এ সময় রাস্তার মোড় পার হতে গিয়ে গাছের সাথে ধাক্কা লেগে পড়ে যায়। ঘটনাস্থলে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। সে শালশিরি একরামিয়া আলিম মাদরাসার চলতি দাখিল পরীক্ষাথী এবং শালশিরি গ্রামের মোঃ ফজলুল করিম এর পুত্র। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।