
মোঃ লিহাজ উদ্দীন মানিক, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি ঃ হিমালয়ের পাদদেশে অবস্থিত উত্তরের সীমামত্ম জেলা পঞ্চগড়ের বোদায আগাম শীতের আমেজ শুরম্ন হয়েছে। দিনে গরম আর রাতে ও সকালে হালকা শীত অনুভুত হচ্ছে। ভোরবেলা ধান ক্ষেত, গাছের পাতা ও ঘাসের উপর শিশির ফোটা পড়তে শুরু করেছে। ভোর রাতে ঠান্ডা অনুভুত হওয়ায় অনেকে কাথা-কম্বল গায়ে জড়িয়ে শীত নিবারনের চেষ্ঠা করছে। যানবাহনে চলাচলকারী বিশেষ করে মোটর সাইকেল চালকরা গরম কাপড় পড়তে শুরম্ন করেছে। আর কিছুদিন পর পঞ্চগড়ে শীতের তীব্রতা বেড়ে যাবে। সাধারণত নভেম্বর মাস থেকে এ জেলায় শীতের তীব্রতা শুরম্ন হয়। শীতে বৃদ্ধ ও শিশুরা বেশী কাহিল হয়ে পড়ে। দুর্ভোগ বেড়ে যায় ছিন্নমুল ও শ্রমজীবি মানুষের। সে সময় সবাই গরম কাপড় ব্যবহারের পাশাপাশি খরকুঠোর আগুন জ্বালিয়ে তীব্র কনকনে হাড়কাপানো শীত নিবারণের চেষ্টা করে। শীতের তীব্রতার হাত থেকে রেহাই পেতে এখন থেকেই অনেকে লেপ তোষক তৈরীর পাশাপাশি আগাম গরম কাপড় সংগ্রহ করছে। এবার শীতের প্রকোপ বেশি হবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।