নুরেহাবিব সোহেল,বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ
বোদায় গত দু’দিন ধরে গুড়ি গুড়ি বৃষ্টির সাথে উত্তরের হিমেল হাওয়ায় তীব্রশীত অনুভূত হচ্ছে। ঋতুরাজ বসন্তের আগমনের সাথে সাথে গত শুক্রবার গভীর রাত থেকেই বোদায় গুড়ি গুড়ি বৃষ্টিতে জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া শ্রমজীবি মানুষজন। বৃষ্টির কারণে কাজের খোঁজে ঘর থেকে বের হতে পারেনি তারা। এদিকে দিন ভর বৃষ্টিতে ভিজেই চলছে উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণা। প্রার্থীরা ভিজে ভিজেই ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। প্রচার প্রচারণার শেষ মুহূত্বে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী সমর্থকরা।