শনিবার ২৫ মার্চ ২০২৩ ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বোদায় দু একটি বিছিন্ন ঘটনার মধ্যে দিয়ে ১৮ দলীয় জোটের ডাকা হরতাল অতিবাহিত

মোঃ নুরেহাবিব সোহেল,বোদা পঞ্চগড় থেকেঃ বোদায় দুই একটি বিছিন্ন ঘটনার মধ্যে দিয়ে ১৮ দলীয় জোটের ডাকা হরতাল অতিবাহিত  হয়েছে। হরতালের সমর্থনে পিকেটাররা ধনীপাড়া বাজার নামক স্থানে বোদা পঞ্চগড় মহা সড়কে মিছিল করে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। এসময় পঞ্চগড় সদর থানার টহলরত পুলিশের একটি পিকআপ ভ্যান  প্রতিবন্ধকতার সম্মুখিন হলে ১৮ দলীয় জোটের দুজন কর্মীকে পিকআপ ভ্যানে তুলে বোদা থানা পুলিশকে খবর দেয়। জনতার বাধার মুখে দু কর্মীকে পরে ছেড়ে দেয়। অন্যদিকে পিকেটিং চলাকালে সকালে বোদা বাজারে  এক মোটর সাইকেল ভাংচুর হয়। এঘটনায় সাময়িক উত্তেজনা বিরাজ করে। এছাড়া হরতালে অফিস আদালত ব্যাংক বীমা খোলা থাকলেও বেশীর ভাগ দোকান পাট বন্ধ ছিল। আর কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।