মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ ২৭শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বোদায় নতুন বিদ্যুৎ লাইন সংযোগ এর শুভ উদ্বোধন

বোদা প্রতিনিধি : পঞ্চগড়ের বোদা উপজেলার ১ নং ঝলইশালশিরি ইউনিয়নের শালশিরি, ডাবরভাঙ্গা. দক্ষিণ লাঙ্গল গ্রামে পল্লী বিদ্যুৎ এর নতুন সংযোগ উদ্বোধন করেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ নুরুল ইসলাম সুজন। নতুন বিদ্যুৎ লাইন সংযোগ এর শুভ উদ্বোধন উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে শালশিরি দাখিল মাদরাসা মাঠ প্রাঙ্গণে এক সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়। ঝলইশালশিরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ শামসুজ্জোহার সভাপতিত্বে অনুষ্ঠিত সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ নুরুল ইসলাম সুজন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ ওয়াহিদুজ্জামান সুজা, সাধারণ সম্পাদক ফারুক আলম টবি, পঞ্চগড় পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার মোবাশ্বের রহমান, ঝলইশালশিরি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ তৈয়বুল রহমান। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মী সহ স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
Spread the love