বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বোদায় নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় শিশু দিবস উদযাপন

 

মোঃ নুরেহাবিব সোহেল,বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ

বোদায় যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম দিন  ও জাতীয় শিশু দিবস উদযাপিত  হয়েছে। এউপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী,দো’য়া মাহফিল,আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে বটমূল চত্ত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পন শেষে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি বোদা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বটমূল চত্ত্বরে এসে শেষ হয়।  পরে সেখানে উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশিদ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ গ্রহন করেন বোদা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা,সাধারণ সম্পাদক ফারুক আলম টবি,পাথরাজ কলেজের উপাধ্যক্ষ আমিনুল ইসলাম,মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আশরাফুল ইসলাম. বোদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল, বোদা পাইলট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক জামিউল হক,বঙ্গবন্ধু পরিষদের নেতা শেখ আবুল কাসেম প্রমুখ। র‌্যালীতে উপজেলা সদরের বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী অংশ নেয়।

Spread the love