
মোঃ লিহাজ উদ্দীন মানিক, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : বোদায় নিরাপদে পরীক্ষা দিতে কাস করতে চাই, শঙ্কামুক্ত জীবন চাই এবং শিক্ষা ধবংসকারী সহিংসতা বন্ধ করার দাবীতে শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয় পরিবার, বোদা পাথরাজ মহাবিদ্যালয়, বোদা মহিলা মহাবিদ্যালয়, সাকোয়া ডিগ্রী কলেজ, ময়দানিঘী ডিগ্রী কলেজের শত শত শিার্থী ও শিকরা পৃথক পৃথক ভাবে মানববন্ধন কর্মসুচি পালন করে। পাথরাজ মহা বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিকরা কলেজ চত্বরের সামনে বোদা-ঢাকা মহাসড়কের এক পাশে দাড়িয়ে এই মানববন্ধন কর্মসুচি পালন করে। অপর দিকে একই সময় মহিলা মহাবিদ্যালয়ের শিার্থী ও শিকরা কলেজ চত্বরের সামনে বোদা-দেবীগঞ্জ সড়কে দাড়িয়ে মানববন্ধন কর্মসুচি পালন করে, ময়দানদিঘী ডিগ্রী কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা কলেজের সামনে বোদা-পঞ্চগড় মহাসড়কের এক পাশে দাড়িয়ে মানববন্ধন করে, সাকোয়া ডিগ্রী কলেজের শিক্ষক ও শিক্ষাথীরা কলেজের সামনে সাকোয়া-দেবীগঞ্জ এশিয়ান হাইওয়ে সড়কে মানববন্ধন কর্মসুচী পালন করে। এ সময় পৃথক পৃথক ভাবে মানববন্ধন ও সমাবেশে শিক ও শিার্থীরা বক্তৃতা করেন। বক্তারা নিরাপদে কাস ও পরীা এবং শঙ্কামুক্ত জীবনের দাবী করেন বক্তব্য প্রদান করেন।