
বোদায় নিরাপদ খাদ্য স্কুল শিক্ষা কর্মসুচীর পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আজ রবিবার বিকেলে উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান মো. সুফিউল্লাহ সুফির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নিবাহী অফিসার মো. আবু আউয়াল, পঞ্চগড় সিভিল সার্জন ডা. আহাদ আলী, উপজেলা শিক্ষা অফিসার একেএম নুর-ই-ইসলাম, নিরাপদ খাদ্য স্কুল শিক্ষা কর্মসুচীর চীফ টেকনিক্যাল অফিসার ড. জন রাইজার, ন্যাকালাল এডভাইজার ডা. শাহ মুনীর, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের কান্ট্রি ডিরেক্টর মোঃ আতাউর রহমান মিটন। উল্লেখ: প্রাথমিক বিদ্যালয়ের কমলমতি শিশুদের নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ‘বাংলাদেশ নিরাপদ খাদ্য নেটওয়ার্ক’ এর সহযোগি সংগঠন হিসেবে হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড এই কর্মসুচী পরিচালনা করছেন। গত ১৪ ও ১৫ অক্টোবর বোদা উপজেলার ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্যাম্পেইন সম্পন্ন করে কুইজ প্রতিযোগীতার মাধ্যমে ৩৩০ জন ছাত্রছাত্রীকে মেধাক্রমে পুরষ্কার প্রদান করা হয়।