মোঃ নুরেহাবিব সোহেল,বোদা(পঞ্চগড়) প্রতিনিধিঃ
প্রথম দফায় ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য বোদা উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য প্রিজাইডিং,সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের বুধবার বোদা মহিলা মহাবিদ্যালয়ে প্রশিক্ষন দেয়া হয়। দু’দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশিদ। উপজেলার ১০টি ইউনিয়নের ৫৬টি ভোট কেন্দ্রের ৩২১টি বুথে দায়িত্ব পালনের জন্য প্রশিক্ষণের প্রথম দিনে ৫টি ইউনিয়নের ২৭ জন প্রিজাইডিং অফিসার ১৭২ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৪৩৬ জন পোলিং অফিসারকে প্রশিক্ষণ দেওয়া হয়। বোদা উপজেলা নির্বাচন অফিসার বিজন চন্দ্র বর্মন, আটোয়ারী উপজেলা নির্বাচন অফিসার মাসুম আলী,পঞ্চগড় সদর উপজেলা নির্বাচন অফিসার আঃ কুদ্দুস,দেবীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার অমল চন্দ্র রায়,তেঁতুলিয়া উপজেলা নির্বাচন অফিসার সফিউদ্দীন শেখ প্রমুখ প্রশিক্ষণ প্রদান করেন।