
বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা উপজেলা মাড়েয়া বামনহাট ইউনিয়নের করতোয়া নদীর আউলিয়ার ঘাটে নৌকা ডুবিতে নিহত ৭টি হতদরিদ্র পরিবারের মাঝে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী পঞ্চগড় জেলার শাখার আয়োজনে আর্থিক সহায়তা প্রদান করা হয়। গত বুধবার বিকেলে হতে সন্ধ্যা পর্যন্ত নৌকা ডুবে নিহত হওয়া পরিবারগুলোর বাড়িতে উপস্থিত হয়ে সমবেদনা জানিয়ে প্রত্যেককে নগদ ৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় উদীচী পঞ্চগড় জেলার শাখার সম্পাদক গোলাম কিবরিয়া, সহ-সম্পাদক নুর নবী জিন্না, সিপিবি কেন্দ্রীয় সদস্য কমরেড আশরাফুল আলম, সাংবাদিক লিহাজ উদ্দীন মানিক আর্থিক সহায়তা প্রদানে উপস্থিত ছিলেন।