
মোঃ নুরেহাবিব সোহেল,বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ আজ ১২ রবিউল আউয়াল,পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ)। যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বোদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন ভাবগম্ভীর পরিবেশে দিনটি উদযাপনে নানা কর্মসূচী গ্রহন করেছে। কর্মসূচীর মধ্যে রয়েছে বর্ণাঢ্য র্যালী,মিলাদ মাহফিল,বিশেষ মোনাজাত ও মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর পূর্ণাঙ্গ জীবন বিধান নিয়ে আলোচনা সভা। সকালে বোদা উপজেলা পরিষদ জামে মসজিদ প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিশ্ব সাম্য ও মানবতার বার্তাবাহী আখেরী নবী হযরত মুহাম্মদ মোস্তফা (সাঃ) এর জন্ম গ্রহন ও ইন্তেকাল সহ পূর্ণাঙ্গ জীবন বিধান নিয়ে বক্তাগণ আলোচনা করেন।