বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বোদায় পল্লী বিদ্যুতের ৩৩ কেভি ডাবল সার্কিট লাইনের উদ্বোধন

মোঃ লিহাজ উদ্দীন মানিক, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড় হতে বোদা পর্যন্ত পল্লী বিদ্যুতের ৩৩ কেভি ডাবল সার্কিট লাইলের শুভ উদ্বোধন ঘোষণা করেন বুধবার সন্ধ্যা ৬ ঘটিকার সময় পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ নুরুল ইসলাম সুজন এমপি।

 

ঠাকুরগাও পল্লী বিদ্যুৎ সমিতি এর আয়োজনে জাইকার অর্থায়নে বোদা পল্লী বিদ্যুৎ সমিতি অফিস চত্বরের সামনে আয়োজিত শুভ উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ নুরুল ইসলাম সুজন এমপি।

 

ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মোঃ খালেকুজ্জামানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, সাধারণ সম্পাদক ফারুক আলম টবি। এ সময় বোদা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আউয়াল, দেবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাসনাত জামান চৌধুরী জর্জ, দেবীগঞ্জ আওয়ামীলীগের সভাপতি আফম নুরুজ্জামান সহ পল্লী বিদ্যুতের কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।