নুরেহাবিব সোহেল,বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ
কৃষি মন্ত্রনালয়ের অর্থায়নে ও বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে উপজেলার ঐতিহ্যবাহী পাথরাজ নদীর পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। নদী পুনঃখনন কাজের প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য এ্যাডঃ নুরুল ইসলাম সুজন। প্রকল্প পরিচালক প্রকৌশলী জাহাঙ্গীর আলম খানের সভাপতিত্বে বোদা পাথরাজ বাঁধ সংলগ্ন ঈদগাঁহ্ মাঠে বৃহস্পতিবার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আঃ আজিজ,উপজেলা নির্বাহী কর্মকতা মামুনুর রশিদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা,সাধারণ সম্পাদক ফারুক আলম টবি। এসময় সাবেক চেয়ারম্যান শামসুজ্জোহা,ময়দানদীঘি ইউপি চেয়ারম্যান আঃ জববার,ঝলইশালশিড়ী ইউপি চেয়ারম্যান আবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।