শনিবার ৩ জুন ২০২৩ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বোদায় পাবলিক সার্ভিস ডে উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা

মোঃ লিহাজ উদ্দীন মানিক, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি ঃ ‘টেকসই উন্নয়ন লক্ষ্য-অর্জনে জনমুখী সেবা ও উদ্ভাবনী প্রয়াস’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস ডে উপলক্ষ্যে পঞ্চগড়ের বোদায় গত বৃহস্পতিবার সকালে একটি শোভাযাত্রা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে বের হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইউএনও অফিস চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ ডাব্লিউ রায়হান শাহ এর সভাপতিত্বে আলোচনা সভা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আল মামুন-অর-রশিদ, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ সহিদুল ইসলাম, মৎস্য কর্মকর্তা খালেদ মোশারফ, যুব উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান প্রমুখ। এ সময় উপজেলার সরকারি পর্যায়ের সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে উপজেলা মৎস্য অফিসে পাবলিক সার্ভিস ডে উপলক্ষে মৎস্য চাষ ব্যবস্থাপনা বিষয়ে পরামর্শ সেবা প্রদান করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ খালেদ মোশারফ। অপরদিকে উপজেলা প্রাণি সম্পদ বিভাগ পাবলিক সার্ভিস ডে উপলক্ষে গবাদি পশু, হাস ও মুরগি কে বিনামুল্যে চিকিৎসা ও ভ্যাকসিন প্রদান করেন।