
মোঃ লিহাজ উদ্দীন মানিক, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে বোদায় প্রতিবন্ধীদের মাঝে ৩টি হুইল চেয়ার ও ৫টি সাদা ছড়ি বিতরণ করা হয়৷ বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও সাদা ছড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আউয়াল৷ উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বুদ্ধিপ্রতিবন্ধী স্কুল, অনুভব প্রতিবন্ধী স্কুল, অনুভব সংস্থা, বোদা ও এনএফও ডাব্লুউ ডি ঢাকা এতে সহযোগিতা করেন৷ এ সময় অনুভব সংস্থার নির্বাহী পরিচালক আমির হোসেন বাবু, সাংবাদিক ও মানবাধীকার কর্মী মোঃ লিহাজ উদ্দীন মানিক সহ সরকারি কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, বুদ্ধিপ্রতিবন্ধী স্কুল, অনুভব প্রতিবন্ধী স্কুল ও অনুভব সংস্থার কর্মীগণ উপস্থিত ছিলেন৷