শনিবার ২৫ মার্চ ২০২৩ ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বোদায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষিত, ধর্ষক আটক

পঞ্চগড়ের বোদায় নয়াদিঘী সরকারপাড়া গ্রামে এক প্রতিবন্ধী কিশোরী(১৭) ধর্ষনের শিকার হয়েছে। ধর্ষক মতিয়ার রহমান(৫০)কে আটক করেছে বোদা থানার পুলিশ। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, গত শুক্রবার নিজ বাড়ীতে প্রতিবন্ধী কিশোরীকে একা পেয়ে ধর্ষন করে মতিয়ার রহমান। পড়ে প্রতিবন্ধী মেয়েটি বিষয়টি বাড়ির লোকজনদের জানান। ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধর্ষিতার বাবা গতকাল শুক্রবার বোদা থানায় ধর্ষনের অভিযোগে একটি মামলা দায়ের করেন। বোদা থানার এসআই দীন মোহাম্মদ অভিযান চালিয়ের ধর্ষককে আটক করে জেল হাজতে প্রেরণ করেছেন।