বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বোদায় প্রতিবন্ধী সনাক্তকরণ কার্যক্রম শুরু

বোদা উপজেলার সাকোয়া ইউনিয়ন পরিষদে প্রতিবন্ধীদের নিবন্ধন ও ডাক্তারী পরীক্ষার মাধ্যমে প্রতিবন্ধী সনাক্তকরণ কর্মসুচী শুরু হয়েছে। উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে পল্লী সাহিত্য সংস্থা ও সুচনা সমাজ উন্নয়ন সংস্থার সহযোগিতায় গতকাল রবিবার সাকোয়া ইউনিয়ন পরিষদ হলরুমে ইউ’পি চেয়ারম্যান সাঈদ জাহাঙ্গীর হাসান সবুজের সভাপতিত্বে প্রতিবন্ধী সনাক্তকরণ কর্মসুচীর আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ ফরহাদ হোসেন, পল্লী সাহিত্য সংস্থার নির্বাহী পরিচালক মোঃ হারুন-অর-রশিদ, এসভিডির পরিচালক মোঃ মিজানুর রহমান, সাংবাদিক লিহাজ উদ্দীন মানিক, ইউ’পি সদস্যা মিনু বালা প্রমুখ। ডাঃ মোঃ রুহুল আমিন প্রতিবন্ধীদের সনাক্তকরণ কাজ পরিচালনা করেন।